বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ইকমার্স ওয়েবসাইট হল দারাজ। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই ই-কমার্স প্লাটফর্ম ২০১৮ সালে ক্রয় করেছে বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট Alibaba। পাকিস্থান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও নেপালে থাকা এই দারাজের মাধ্যমেই দেশের অনেক মানুষ অনলাইনে প্রোডাক্ট ক্রয় এবং বিক্রয় করে থাকে। দারাজের দ্রুত সার্ভিস এবং কম ডেলিভারি চার্জের কারণে দারাজ অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই সাথে দারাজ প্রতিদিন এর কাস্টমারদের নতুন নতুন অফার দিয়ে থাকে, যা এর জনপ্রিয়তা পাবার আরও একটি কারণ। তবে দারাজের অনেক ফিচারের মধ্যে অন্যতম একটি হল দারাজ সেলার একাউন্ট। দারাজ সেলার একাউন্টের মাধ্যমে আপনারা সহজেই আপনাদের প্রোডাক্ট দারাজের মাধ্যমে বিক্রি করতে পারবেন। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কীভাবে দারাজে সেলার একাউন্ট তৈরি করবেন।

দারাজ সেলার একাউন্ট
দারাজের সেলার একাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্ট গুলো কে অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে পারবেন। আর দারাজ যেহেতু বর্তমানে অনলাইনের মধ্যে থাকা বাংলাদেশের অন্যতম সেরা ই কমার্স প্ল্যাটফর্ম, তাই এই প্লাটফর্ম থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও কম সময়ে অধিক কোয়ালিটি সম্পন্ন পণ্য বিক্রি করার ক্ষেত্রে দারাজ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে।
- একাউন্টের ধরণ
দারাজ বাংলাদেশে সর্বমোট ৪ ধরণের একাউন্ট করা যায়। তবে আপনি ছোট কোন ব্যবসায়ী বা সেলার হয়ে থাকেন তবে Local Seller হিসাবে একাউন্ট করবেন।
* Daraz Mall Seller * Local Seller
- Local Seller হতে প্রয়োজনীয় ডকুমেন্টস
- একাউন্ট তৈরীর নিয়ম
- একাউন্ট করতে যোগাযোগ
Post a Comment