অথচ গাজীপুরের ছেলে বাকীর শুটিংয়েই আসার কথা ছিল না। জন্ডিস নামের রোগ বেধে ছিলো এই শুটারের। ভাগ্যিস জন্ডিস হয়েছিল বাকীর! 'ভাগ্যিস' শব্দটা কেন? জন্ডিস না হলে যে শুটিংয়েই আসা হতো না দেশ- সেরা এই শুটারের।
মাঝেখানেয- আবদুল্লাহ হেল বাকী |
তিনি ২৪৪.৭ স্কোর নিয়ে রুপা পদক নিয়ে ইভেন্ট শেষ করেছেন। অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে তাঁর। স্কোর তালিকায় ২৫৫ স্কোর নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন জিতলেন স্বর্ণপদক। এছাড়াও ২২৪১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রবি কুমার।
এর আগে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে ১০- মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপা জিতেছিলেন। তাছাড়া ২০০৮ সালে ইসলামাবাদ সাফ গেমসের শ্যুটিংয়ে প্রথম অংশ নিয়ে দলগত বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। জাতীয় শ্যুটিংয়েও টানা চার বছর ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জয় করেছেন তিনি।
Post a Comment