দেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের মাধ্যমে আপনি সহজেই পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজে পণ্য বিক্রি করার মতো টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে খুব কমই আছে। দারাজের মাধ্যমে পণ্য বিক্রয় করলে সবসময়ের মতই থাকছে বিশেষ কিছু সুবিধা, যেমন দারাজের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারবেন লাখো ক্রেতার কাছে, বিনামূল্যে তালিকাভুক্ত হতে পারবেন দারাজ বাংলাদেশ ওয়েবসাইটে(daraz.com.bd), পাবেন নিরাপদ ও নির্বিঘ্নে পেমেন্টের সুবিধা এবং আরো হরেক রকমের সুযোগ-সুবিধা। এবার চলুন জেনে নেই ৪ টি সহজ ধাপের কথা যেভাবে খুব সহজেই দারাজের সেলার হওয়া যাবে।
আপনারা চার রকম সেলার হিসেবে জয়েন এর অপশন দেখতে পাবেন। আপনি যদি কোন brand owner বা authorized distributor হন তাহলে আপনি DarazMall Seller হিসেবে জয়েন করতে পারবেন। আপনি যদি নরমাল সেলার হন তাহলে Local Seller হিসেবে জয়েন করতে হবে। আপনি যদি গ্লোবাল ভাবে প্রোডাক্ট সেল করতে চান তাহলে Global Seller হিসেবে আর যদি আপনারা কোন ডিজিটাল সেবা প্রদান করতে চান তাহলে Digital Sheba হিসেবে সাইন আপ করতে হবে।

আমরা যেহেতু কোন ব্র্যান্ড না বা আমরা গ্লোবালি প্রোডাক্ট সেল করবা না, তাই আমরা Local Seller হিসেবে সাইন আপ করব। Local Seller হিসেবে সাইন আপ করার জন্য Local Seller এর নিচে থাকা ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে।
  • Local Seller হতে প্রয়োজনীয় ডকুমেন্টস

দুইভাবে লোকাল সেলার হিসাবে যুক্ত হতে পারবেন।
অর্থাৎ বিজনেস একাউন্ট কিংবা পারসোনাল একাউন্ট খুলতে পারবেন।

বিজনেস একাউন্ট করতে প্রয়োজনঃ

১. ট্রেড লাইসেন্সের ছবি
২. ট্রেডলাইসেন্সের অধীনে থাকা যেকোনো ব্যাংকের চলতি একাউন্টের MICR চেকের ছবি।
৩. কাঙ্ক্ষিত শপের নাম
৪. ফোন নম্বর
৫. ইমেইল আইডি
৬. আপনার প্রতিষ্ঠানের ঠিকানা ( দারাজের সার্ভিস আছে এমন স্থান)

পারসোনাল একাউন্ট করতে প্রয়োজনঃ

১. NID এর উভয়দিকের ছবি
২. যার NID তার যেকোনো ব্যাংকের সেভিংস একাউন্টের MICR চেকের ছবি।
৩. কাঙ্ক্ষিত শপের নাম
৪. ফোন নম্বর
৫. ইমেইল আইডি
৬. আপনার ঠিকানা (দারাজের সার্ভিস আছে এমন স্থান)

একাউন্ট করতে যোগাযোগ

উপরোক্ত প্রসেস সমূহ না বুঝলে আমাদের প্রতিনিধির মাধ্যমে সেলার একাউন্ট ওপেন করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যোগাযোগঃ

Mohammed Mainul Hassan
Junior Associate, Regional Commercial 
Daraz Bangladesh 
Phone/WhatsApp: 01321213423
Employee ID: 221745
mohammedm01442022@daraz.com.bd



Post a Comment

Previous Post Next Post

Comments