জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২১-২২ শিক্ষাবর্ষ

চট্টগ্রাম কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে
অনার্স ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মঃ 

• আবেদন শুরুর তারিখঃ ২২ মে ২০২২ইং
• আবেদনের শেষ তারিখঃ ৯ জুন ২০২২ইং

• ফি জমাদান শুরুর তারিখঃ ২৩ মে ২০২২ইং
• ফি জমাদান শেষ তারিখঃ ১১ জুন ২০২২ইং

• আবেদন ফিঃ ২৫০টাকা !!

* SSC পাশের সাল: 2018/2019
* HSC পাশের সাল: 2020/2021

✅ আবেদন করতে যা যা লাগবে :
▪️SSC & HSC এডমিট কার্ডের রোল নং,
▪️SSC & HSC পরীক্ষার রেজিস্ট্রেশন নং,
▪️SSC & HSC পাসের সাল,
▪️১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
▪️একটি সচল মোবাইল নাম্বার৷ 

✅ দোকান থেকে আবেদন করতে ৫০/১০০টাকা লাগতে পারে। 
আবেদন ফরম পূরণ করে A4 সাইজের হার্ডকপি প্রিন্ট করে বের করতে হবে। তারপর আবেদন ফরমটা সংরক্ষণ করে রাখতে হবে। আবেদন ফরমটা কলেজে জমা নেওয়া হবে। কলেজে আবেদন ফরমটা আর সাথে কি কি জমা দিতে হবে বিস্তারিত কলেজ নোটিশে লিখা থাকবে। শীঘ্রই গ্রুপে কলেজ নোটিশ দেওয়া হবে। 

✅ মনে রাখবেন, কোনো কারণে ভুল তথ্য দিয়ে আবেদন করে ফেললে শুধুমাত্র একবারই আপনি আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন করতে পারবেন কিন্তু সেটাও কলেজে কাগজপত্র জমা দেওয়ার আগ মুহুর্ত পর্যন্ত। কলেজে কাগজপত্র জমা দিয়ে ফেললে আর কিছু করার থাকবে না তাই ভাবনাচিন্তা করে আবেদন করবেন। 

✅ চট্টগ্রাম কলেজ চয়েস করার সময় ভাবনাচিন্তা করে চয়েস করবেন। 
▪️চট্টগ্রাম কলেজে রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, বোটানি, জুলুজি, পরিসংখ্যান সাবজেক্ট পেতে হলে
বিজ্ঞান বিভাগ থেকে টোটাল জিপিএ 10 পয়েন্ট থাকতে হবে। 
▪️ইংরেজি, অর্থনীতি, মনোবিজ্ঞান সাবজেক্ট পেতে হলে মানবিক বিভাগ থেকে টোটাল জিপিএ 9.50+ থাকলে আশা করা যায়। 
▪️সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা সাবজেক্ট পেতে হলে মানবিক বিভাগ থেকে টোটাল জিপিএ 9.00+ থাকলে আশা করা যায়। 
▪️ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, ভূগোল সাবজেক্ট পেতে হলে মানবিক বিভাগ থেকে টোটাল জিপিএ 8.50+ থাকলে আশা করা যায়। 

#বি_দ্রঃ পছন্দের সাবজেক্ট ১ম চয়েস দিবেন। 

Post a Comment

Previous Post Next Post

Comments