২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত ০৮ মে ২০২২ সালে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়- ২০২৩  এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২২ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে অনুষ্ঠিত হবে।



এছাড়াও এই  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- 

এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এবং ২০২৩ সালের এসএসসি ও  সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে।


গত ১২ এপ্রিল সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর ওই বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে। সে সময় তিনি আরো জানিয়েছেন ২০২৩ সালের এসএসসি পরীক্ষা আগামী বছরের এপ্রিলে এবং এইচএসসি পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের এসএসসি ও এইচএসসির পরীক্ষা সব বিষয়ে নেয়া সম্ভব হয়নি। শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেয়া হয়। আর অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়। আর চলতি বছরের এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

Post a Comment

Previous Post Next Post

Comments